চৈতন্য প্রকাশন'
আমরা গত বছর(২০১৪) অমর একুশে বই মেলাতে প্রথম অংশগ্রহণ করি কিন্তু আমাদের মূল যাত্রা শুরু হয় ২০১৫ এর বই মেলায় এবং আমরা সেখানে সাফল্যের সঙ্গে বেশ ক'জন তরুণ ও প্রতিভাবান লেখকের বই প্রকাশ করতে সক্ষম হই । পাশাপাশি কয়েকজন সিনিয়র ও শক্তিশালী লেখকের বই-ও আমরা প্রকাশ করি এবং সব মহল থেকে প্রশংসিত হই এবং এর ফলে লেখক ও পাঠকদের কাছ থেকে ব্যপক সারা পাচ্ছি । গত বছরের সাফল্যের কারণে বই-প্রেমী সকলের দৃষ্টি এবার চৈতন্য'র উপর রয়েছে ।
২০১৬ এর বইমেলার জন্য আমরা বেশ কিছু প্রত্যাশিত পাণ্ডুলিপি পেয়েছি । কবিতা, উপন্যাস ছোট-গল্প, অনুবাদ, চিত্রকলা, দর্শন, সাংবাদিকতা, সাক্ষাৎকার, সিনেমা,মুক্তিযুদ্ধ, মূল্যায়ন ধর্মী, সংগীত, ইতিহাস এবং শিশুতোষ বই নিয়ে এবার আমরা মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি ।
গতবছর আমরা তরুণ ও প্রতিভাবান লেখকদের সাধ্যমত পৃষ্ঠপোষকতা করেছি এছাড়াও বেশ ক'জন সিনিয়র লেখকদের বই দায়িত্বের সঙ্গে প্রকাশ করেছি । এ বছরও তার ব্যতিক্রম ঘটবে না । ধীরে ধীরে আমরা বইগুলোর নাম এবং পরিচয় আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করব ।
আশা করছি এবারও সকলে চৈতন্য'র উপর আস্থা রাখবেন এবং আমরাও চেষ্টা করব যেন পাঠককে ভাল